সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

পদ্মাসেতু দৃশ্যমান হলো ৪ হাজার ২০০ মিটার

আবুল হোসেন সরদার, শরীয়তপুর
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

পদ্মাসেতু ২৮তম স্পেন বসানোর মধ্যদিয়ে ৪ হাজার ২০০ মিটার দৃশ্যমান হলো। শনিবার সকাল ১১টায় জাজিরা প্রান্তে ২০-২১ নম্বর পিলারের উপর ২৮তম স্পেন বসানো হয়েছে।

পদ্মাসেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, পদ্মাসেতু ২৮তম স্পেন বসানোর মধ্যদিয়ে ৪হাজার ২০০মিটার দৃশ্যমান হলো। শুক্রবার সকাল ১০টায় মুন্সিগঞ্জের কুমারভোগ জেটি থেকে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়ানিহাউ স্পেনটি নিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে স্পেনটি নিয়ে রওয়ানা হয়ে ঐদিন দুপুরে এসে পৌছায়।

শনিবার সকালে স্পেনটি পিলারের উপর বসানোর কাজ শুরু হয়। বেলা অনুমান ১১টায় স্পেনটি ২০-২১ নং পিলারের উপর বসানো হয়। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর ১ম স্পেন। ২০১৮ সালের ২৮ জানুয়ারী দ্বিতীয় স্পেন, ১০ মার্চ তৃতীয় স্পেন, ১৩ এপ্রিল ৪র্থ স্পেন, ২৯ জুন ৫ম স্পেন, ২০১৯ সালে ২৩ জানুয়ারী ৬ষ্ট স্প্যান, ২০ ফেব্রুয়ারী ৭ম স্পেন, ২০মার্চ ৮ম স্পেন, ১৮ এপ্রিল ৯ম স্পেন ০২-০২-২০২০ তারিখে ২৩তম স্পেন বসানো হয়েছিল। ১১ ফেব্রুয়ারী ৩১ নম্বার পিলারের উপর ২৪তম স্পেন গত ১০মার্চ ২৬তম স্পেন বসানো হয়। গত ২৮মার্চ ২৭তম স্পেন ২৭ ও ২৮ নং পিলারে বসানো হয়েছিল। ২৮তম স্পেনটি বসানোর মধ্যদিয়ে পদ্মাসেতুর কাজ আরও একধাপ এগিয়ে যায়। এ নিয়ে জাজিরা প্রান্তে ১৮টি স্পেন বসানো হলো।

জাজিরা প্রান্তে দৃশ্যমান হলো ২হাজার ৭০০ মিটার। অপরদিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১০ স্পেন বসানো হয়। প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের উপর ৪১টি স্পেন বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু নিমার্ন করা হবে। এর মধ্যে সবকটি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। পদ্মাসেতুর কাজ শেষ হলে দক্ষিন পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনৈতিতে নুতন মাত্রা যোগ হবে। পদ্মাসেতুর দু’পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের শহর। কল-কারখানায় ভরে উঠবে এ এলাকা। শ্রমজীবি মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারা দেশের সাথে দক্ষিন পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

মঙ্গল মাঝির ঘাটের আঃ রাজ্জাক মাদবর বলেন, ধীরে ধীরে পদ্মাসেতুর কাজ এগিয়ে যাচ্ছে। ২৮তম স্পেন বসছে দেখে খুশী হলাম। আশা করি পদ্মাসেতু ২০২১ সালের মধ্যে যানবাহন চলাচলের উপযোগী হবে আশা করছি।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আঃ কাদের বলেন, শনিবার পদ্মা সেতুর ২৮তম স্পেনটি বসানো হলো। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৭.০৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের জুলাই মাসের মধ্যে সবক’টি স্পেন বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলবো বলে আশা করছি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com