বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

জো রুটের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

দুই ওপেনার ফিরলেন দ্রুত। টু ডাউনে নেমে দলের হাল ধরলেন রুট। মিডল অর্ডারে লরেন্স ও বাটলার দিলেন খানিক সঙ্গ। এই দু’জনের বিদায়ের পর দল যখন একটু কোণঠাসা, দায়িত্বটা নিজের কাঁধেই নিলেন রুট। প্রায় একক প্রচেষ্টায় গল টেস্টে ইংল্যান্ডকে বড় স্কোরের পথে নিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে তিনি করেছেন ডাবল সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে শুক্রবার দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩২০ রান করে ইংল্যান্ড। ১৬৮ রানে রুট ও ৭ রানে বাটলার ছিলেন অপরাজিত। শনিবার ম্যাচের তৃতীয় দিনে নিজের রান ডাবল সেঞ্চুরিতে পৌঁছান রুট। ২৯১ বলে ২০০ রান করেন। যার মধ্যে ছিল ১৫টি চার ও একটি ছক্কার মার। টেস্ট ক্যারিয়ারে রুটের এটি ১৮তম শতক এবং চতুর্থ ডাবল শতক।
ড্যান লরেন্স করেন ৭৩ রান। জস বাটলার করেন ৩০ রান। স্যাম কুরান ও ডম বেস রানের খাতা খুলতে পারেননি। এই প্রতিবেদন লেখা অবধি সাত উইকেটে ৩৯৭ রান ইংল্যান্ডের। ব্যক্তিগত ২১৭ রানে ব্যাট করছেন জো রুট। তার সাথে আছেন জ্যাক লিচ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com