শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ২৬ চিকিৎসক

কিশোরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০

কিশোরগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত জেলায় ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলার ১৩টি উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা। আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এরপরই রয়েছে পুলিশ।

রোববার পর্যন্ত জেলায় ২৬ জন চিকিৎসক এবং ১৫ জন নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার তিনটি উপজেলায় আরও ২৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল করোনা পরীক্ষার জন্য ১২৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের মধ্যে রোববার রাত ৯টা পর্যন্ত ৪০ জনের ফলাফল পাওয়া গেছে। এ মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বাকি ৮৫ জনের ফলাফল এখনও ঢাকা থেকে পাঠানো হয়নি। এ দিন নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ, ১১ জন নারী। তাদের মধ্যে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন চিকিৎসক ও ১০ জন স্বাস্থ্যকর্মী এবং চারজন পুলিশ সদস্য রয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, রোববার পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ৭০১ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে দুইজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজন এবং ময়মনসিংহের এসকে হাসপাতালে একজনের চিকিৎসা হচ্ছে। বাকি ৫২ জন বাড়িতে আইসোলেশনে আছেন।

এ পর্যন্ত জেলার করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, ভৈরবে ৩৫ জন, ইটনায় পাঁচজন, বাজিতপুরে দুইজন, কিশোরগঞ্জ সদরে আটজন, পাকুন্দিয়ায় তিনজন, তাড়াইলে ১১ জন, কুলিয়ারচরে সাতজন, কটিয়াদীতে দুইজন, মিঠামইনে তিনজন, অষ্টগ্রামে তিনজন. হোসেনপুরে তিনজন ও নিকলীতে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com