বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ১৪ জনসহ করোনাভাইরাসে বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৮৯ জন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বরিশাল স্বাস্থ্য বিভাগের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার নতুন ১৪ জন আক্রান্ত নিয়ে বরিশালে ৩৪ জন, বরগুনায় ২৩ জন, পটুয়াখালীতে ১৯ জন, ঝালকাঠিতে ৬ জন, পিরোজপুরে ৫ জন এবং ভোলায় দুইজন সহ মোট ৮৯ জন আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত তিনজন সুস্থ হয়েছেন। বরগুনায় দুই জন, পটুয়াখালী ও বরিশাল জেলায় একজন করে মোট চার জন সুস্থ হয়েছেন। আর বাকি ৮২ জন চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্ত ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।
এমআইপি/প্রিন্স/খবরপত্র