সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা স্মৃতি সম্মাননা ২০২১ ইং পেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র মো. মান্নান বেপারী। বঙ্গবন্ধু সাহিত্য ও ঘবেষনা কেন্দ্র ও ৭১ স্মৃতি সংসদ এর যৌথ উদ্যােগে ২৬ জুন শনিবার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়াতনে ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র মো. মান্নান বেপারী কে এ সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সংবর্বধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সুফিয়া বেগম ও সদস্য সচিব শাখাওয়া হোসেনের কাছ থেকে ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র মো. মান্নান বেপারী এই সম্মাননা ও সার্টিফিকেট গ্রহন করেন। সম্মাননা করায় বঙ্গবন্ধু সাহিত্য কেন্দ্র ও ৭১ স্মৃতি সংসদের সকল নেতৃবৃন্দ ও ছেংগারচর পৌরবাসীসহ মতলব বাসীকে অভিনন্দন জানিয়েছেন ছেংগারচর পৌরসভার পেনেল মেয়র ও সমাজসেবক মো.মান্নান বেপারী।