সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাজী পাড়ায় নিজেই জায়গা দিয়ে বঙ্গবন্ধু পরিষদ প্রতিষ্ঠা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রসুল আহমদ। ২৪ আগস্ট বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বঙ্গবন্ধু পরিষদ উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রসুল আহমদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান ভূঁঞা, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুল বারেক আরুমিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য দিদার চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম রিয়াদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যুবলীগের সভাপতি শেখ ফরিদ মহাজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাস্টার নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন পামেল, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সৈকত, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুবলীগ নেতা আরিফুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জহিরুল আলম জহির বলেন, বঙ্গবন্ধু পরিষদ প্রতিষ্ঠা করায় বীর মুক্তিযোদ্ধা রসুল আহমদকে ধন্যবাদ জানান এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। অনুষ্ঠানে ১৫ ও ২১শে আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনু্ষ্িঠত হয়।