বুধবার, ০১ মে ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

বদরগঞ্জের ইউপি নির্বাচন-নৌকা প্রতীক চান আকরাম আলী সরকার

মাহফিজুল ইসলাম রিপন বদরগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

রংপুরের বদরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১০টি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী দলীয় মনোনয়ন প্রত্যাশীদের পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে হাটবাজার। দোকানপাট ঘরের দেয়ালসহ সড়কের ধারে গাছে গাছে ব্যানারে শোভা পাচ্ছে দলনেতা প্রধানের ছবির সাথে দলীয় মনোনয়ন প্রত্যাশী নতুন ও পুরাতন মুখচ্ছবি। এই নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১০টি ইউনিয়নে ইতিমধ্যে অর্ধশতাধিক আওয়ামী দলীয় মনোনয়ন প্রত্যাশী জনগনের সামনে নিজেদের আত্ম সামাজিক পরিচয় তুলে ধরে জোরে সোরে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হওয়ার ইচ্ছা পোষন করেছেন বিষ্ণুপুর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আকরাম আলী সরকার। বিষ্ণুপুরের রতœ তৃণমুলের নেতা আকরাম আলী সরকার সংশ্লিষ্ট ইউনিয়নের একজন বিশিষ্ঠ পাথর ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে সক্রিয় রাজনীতি করে আসছেন। তার রাজনৈতিক জীবনে এই ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে দান খয়রাত করে তিনি ইউনিয়নবাসীর কাছে বেশ সুনাম অর্জন করেছেন। সদালাপি ও মিষ্ট ভাষি আকরাম আলী সরকার কখনো তার স্বার্থের কথা ভাবেননি। দলের জন্য তার দীর্ঘ জীবনে অকাতরে বিলিয়ে দিয়েছেন সারাজীবনের সঞ্চয়। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের খাতায় নিজের নামটি অন্তর্ভুক্ত করতে ইচ্ছা পোষন করেছেন। তার শেষ ইচ্ছা শেখ হাসিনার নৌকার মাঝি হয়ে বিষ্ণুপুর ইউনিয়নের জনগনের খেদমত করা। তাই তিনি ইতিমধ্যে উপজেলা আওয়ামিলীগের উচ্চ পদস্থ নেতৃবৃন্দদের অনুমতিক্রমে তার ইউনিয়নের জনগনের দ্বারে-দ্বারে ঘুরে দোয়া-আশির্বাদ প্রার্থনা করেছেন। এ বিষয়ে গতকাল শনিবার বিষ্ণুপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র কচুবাড়ীরহাট এলাকার সচেতন ভোটার ইব্রাহীম আলী সরকার সাংবাদিকদের জানান, আমরা এবার আকরাম আলী সরকারকে ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। তিনি নৌকার মাঝি হলে বিষ্ণুপুর ইউনয়নের সার্বিক উন্নয়ন সাধন হবে। আমরা সাধারন জনগন মাননীয় প্রধানমন্ত্রী,গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন করছি বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারে আকরাম আলী সরকারকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) দেওয়ার জন্য। এদিকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আকরাম আলী সরকার বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে বিষ্ণুপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবী মাদকদ্রব্য নির্মুল করবো। সেইসাথে সাধারন মানুষের প্রত্যাশা পুরনের জন্য আপ্রাণ চেষ্টা করবো। শুধু একবার আমাকে আওয়ামী দলীয় মনোনয়ন দেয়া হোক। আমি দলের মর্যাদা রাখব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com