চাঁদপুরে আরো ১৪ জনের করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া ৩ জন মারা গেছেন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে শুক্রবার বিকেলে জানানো হয়েছে, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১১জন। মৃতের সংখ্যা ১১ জন। সুস্থ হয়েছেন ২১ জন। চিকিৎসাধীন আছেন ৮০ জন।
শুক্রবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন শনাক্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৮ জন, ফরিদগঞ্জে ৩ জন, কচুয়ায় ২ জন এবং শাহরাস্তিতে ১ জন। এর মধ্যে চাঁদপুর শহরে ১ জন ও কচুয়ায় শনাক্তকৃত ২ জন উপসর্গ নিয়ে মারা গিয়েছেন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, মূলত নতুন আক্রান্ত ১৩ জনের রিপোর্ট দুপুরে হাতে এসেছে। আরেকজনের রিপোর্ট দ্বিতীয়বার পজেটিভ এসেছে।
এমআর/প্রিন্স