শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

২ হাজার পরিবারকে মানবিক সহায়তা দিল হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী আকারে দেখা দিয়েছে। দেশে এর প্রাদুর্ভাব ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় আফিস আদালত বন্ধ রয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে জনগণকে ঘরে থাকার লক্ষে সারাদেশ লকডাউন করা সহ গণপরিবহণ বন্ধ করা হয়েছে।

এ অবস্থায় দৈনন্দিন খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দারিদ্র অসহায় এই জনগোষ্ঠীর অনেকেই খাদ্যাভাবে অনাহারে রয়েছে। ঢাকাসহ সারাদেশে অসহায় এ ব্যাপক জনগোষ্ঠীর জন্য সরকারীভাবে এবং বিত্তবানদের সহযোগীতায় ত্রাণ সরবারাহ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা কার্যক্রমে সারা দিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন সারাদেশ ২ হাজার পরিবারের পাশে দাড়িয়েছে।

কর্পোরেশনের পরিচালনা পর্ষদের নির্দেশনায় এবং ব্যাবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীর সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, সেমাই, চিনি ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।

“করোনা দুর্যোগে মানুষের পাশে, মানবিক সহায়তা কার্যক্রম” এস্লোগানকে সামনে রেখে মহা-ব্যবস্থাপকদের মধ্যে দায়িত্ব বন্টন করে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগে কর্পোরেশনের জোনাল অফিসের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠু ভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, এর আগে কর্পোরেশনের পরিচালনা পর্ষদ হতে এ খাতে ১২ লক্ষ টাকা অনুমোদন প্রদান করা হয়। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী জানান ভবিষ্যতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যহত রাখার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com