লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ডের অভিযানে জব্দ হওয়া গলদা চিংড়ির প্রায় চার লাখ পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১ জুন) রাতে মেঘনা নদীর আলেকজান্ডার এলাকায় এ পোনাগুলো ছেড়ে দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে উপজেলার গাবতলী ও হারুন বাজার এলাকা থেকে ১০ লাখ টাকা মূল্যের ওই পোনা জব্দ করে।
কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্ট কমান্ডার মোনায়েম হোসেন জানান, অবৈধ জাল দিয়ে মেঘনা নদী থেকে চিংড়ির পোনাগুলো আহরণ করেছিল জেলেরা। সেগুলো বিক্রির জন্য পিকআপ ভ্যানে করে খুলনা নেওয়া হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ২০টি ড্রামে ভর্তি (প্রায় চার লাখ) গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়।
রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
এমএস/প্রিন্স/খবরপত্র