বুধবার, ০১ মে ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

দিনাজপুরে “৭১-এর মুক্তিযুদ্ধ ও গৌরবের বাংলাদেশ” শীর্ষক মত বিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

গত সোমবার রাতে দিনাজপুরের সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে উদীচী জেলা সংসদের কার্যালয়ের সত্যেন সেন হলরুমে “আমরা একাত্তর” এর উদ্যোগে ‘৭১-এর মুক্তিযুদ্ধ ও গৌরবের বাংলাদেশ’ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উদীচীর সাধারন সম্পাদক সত্য ঘোষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সাধারন সম্পাদক, সাবেক ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক সাবেক যুব ইউনিয়নের সভাপতি এবং আমরা ৭১-এর প্রধান সমন্বয়কারী মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইকসু’র সাবেক সাধারন সম্পাদক ও যুব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ হিলাল উদ্দিন, আমরা ৭১-এর সংগঠক এনামুল আজিজ রুমি ও দিনাজপুর সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ। উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক আজহারুল আজাদ জুয়েল, ডাঃ আহাদ আলী, জেলা জাসদের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম শহিদুল্লাহ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সাধারন সম্পাদক মোঃ রহমতউল্লাহ, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, সাধারন সম্পাদিকা ড. মারুফা বেগম, কবি সাহিত্যিক ও নাট্য কর্মী ওয়াসিম আহমেদ শান্ত ও মুকিদ হায়দার। বক্তারা বলেন, সারাবিশ্বে স্বাধীনতার জন্য বাংলাদেশের মত এত রক্ত বা বাংলার মানুষ গণহত্যার শিকার হয়নি। এখন গবেষনা করে পাওয়া যাচ্ছে গণহত্যার প্রকৃত হিসাব। এখনও সারাদেশে প্রচুর গণকবর, বধ্যভূমি পাওয়া যাচ্ছে। জানাযাচ্ছে খান সেনা ও তাদের দোসর রাজাকার আলবদরদের নির্মম অত্যাচার, নির্যাতনের প্রকৃত ঘটনা। আমরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যার প্রকৃত ইতিহাসের স্বীকৃতি চাই এবং তাদের বিচার দাবী করছি। মুক্তিযুদ্ধের জন্য সংগঠন হচ্ছে আমরা একান্ততর। মুক্তিযুদ্ধের চেতনাকে সারাদেশে বিশেষ করে বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমারা একান্ততর এর জন্য হয়েছে। আমরা অন্তত ৫০টি বধ্যভুমিতে বকুল ফুলের গাছ লাগিয়ে মুক্তিযুদ্ধের সুরভী ছড়াতে চাই। আমরা সবাই একাত্তরকে তুলে এনে মুক্তিযুদ্ধ ও গৌরবের বাংলাদেশ সম্পর্কে বর্তমান প্রজন্মমের কাছে তুলে ধরতে চাই। সভার শুরুতে উদীচী জেলা সংসদ প্রাঙ্গণে একটি বকুল ফুলের গাছ রোপন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় এবং উদীচীর বার্ষিক প্রকাশনা “প্রয়াসী” বইটির সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক জলিল আহমেদ অতিথিদের হাতে তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com