বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

নোয়াখালীতে সাফিয়া সোবহান ট্রাস্টের উদ্যোগে দুস্থ রোগীকে চিকিৎসা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাফিয়া সোবহান ট্রাস্টের এক বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলার ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২ হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ, চশমা প্রদান করা হয়েছে এবং চোখের ছানী, নেত্রনালী অপারেশনের রোগীদেরকে চট্টগ্রাম যাতায়াত খরচ প্রদান করা হয়েছে। এছাড়াও সদ্য পাগড়ী প্রাপ্ত ২০ জন হাফেজ ও স্ব-স্ব মাদ্রাসার শিক্ষক ও মোহাতামীমকে, জিপিএ ৫ প্রাপ্ত প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও অর্থ প্রদান করা হয়েছে। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সমাজসেবক শিক্ষকসহ মোট ৪৭ জনকে ব্যাগ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, সফল শিল্প উদ্যোক্তা ও সাফিয়া সোবহান ট্রাস্ট এর চেয়ারম্যান লায়ন মোঃ সফিকুল ইসলাম এম.জে.এফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা গভর্নর, ৩১৫-বি৪,বাংলাদেশ লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী পি.এম.জে.এফ। বিষেশ অতিথি ছিলেন, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ২য় জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এম.জে.এফ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রাত্তন চেয়ারম্যান ও প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোঃ মোস্তাক হোসাইন এম.জে.এফ, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী এম.জে.এফ, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটওয়ারী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সাফিয়া সোবহান হসপিটাল এর চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ রফিকুল ইসলাম, ছাতার পাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জাহান, বেগমগঞ্জ-সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিঠু সহ আরো অনেকেই। উল্লেখ, এতদ্ব অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের সেবা করার লক্ষ্যে এবং শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে বিগত এক বছর পূর্বে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, সফল শিল্প উদ্যোক্তা লায়ন মোঃ সফিকুল ইসলাম এম.জে.এফ এর উদ্যোগে সাফিয়া সোবহান ট্রাস্ট গঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com