‘চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই’ ও ‘বৈষম্য নিপাত যাক-পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকুরী-বিধি বাস্তবায়নের দাবীতে ফুলবাড়ি- জয়নগর মান-বন্ধন কর্মসূচী ও কর্মবিরতি পালন করেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির- ২ কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১ জুলাই) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ি- বিরামপুর জয়নগর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কার্যালয়ের সামনে মানব-বন্ধন ও কর্মবিরতি পালন করেন তারা। মানব-বন্ধন কর্মসূচিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর হিসাব রক্ষক রাজু অহম্মেদ সহ অনেকেই বলেন, দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকুরী থেকে ছাটাই করা হয়। কোন বোনাস দেওয়া হয় না। এমনকি কর্মঘন্টারও নিশ্চয়তা নেই তারা আরও বলেন, বি,আর,ই,বি থেকে নিন্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে বঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছে। যে কারণে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকুরী-বিধি বাস্তবায়নের দাবীতে আজ আমরা আন্দোলনে নেমেছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আমরা আন্দোলন চালিয়ে যাবো।