শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

দাউদকান্দিতে বিনামূল্যে সার ও বীজ পেলো প্রায় ১২ হাজার কৃষক

দাউদকান্দি-তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

কুমিল্লার দাউদকান্দিতে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১ হাজার ৪ শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। এসময় উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান হৃদয়সহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১ হাজার ৪ শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল উফশী ধান বীজ, হাইব্রিড ধান, শীতকালীন সবজি বীজ, ভূট্টা, সরিষা, পেয়াজ, মসুর ডাল, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com