নোয়াখালীতে নতুন করে সদরে ১ জন ও হাতিয়ায় ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৪ জন। বেগমগঞ্জ উপজেলায় ৬ জন, সোনাইমুড়ীতে ২জন, সেনবাগে ১ জন, কবিরহাটে ১ ও সদর উপজেলায় ২ জন ও হাতিয়ায় ২ জন রোগী রয়েছে।
যার মধ্যে সোনাইমুড়ীতে এক ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রী মারা গেছেন। মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
শনিবার রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। তিনি বলেন, আমরা গত ৫ দিন আগে তাদের শরীরে নমুনা সংগ্রহ করি, পরে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে দুইজন হাতিয়ায় উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। তাদের মধ্যে একজন জেলা আইসোলেশনে কাজ করছিলেন। আরেকজন সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের করিমপুর গ্রামের, তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
সিভিল সার্জন আরও বলেন, শনাক্ত হওয়া রোগীরা জ্বর ও কাশিতে ভুগছিলেন। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।
এমআর/প্রিন্স