ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ হাজার ৪১৯ আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড। একই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আরও ১ হাজার ১৫৬ জন করোনা রোগী। দেশটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৬০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
এ সকল তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটিতে মোট করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন। আর সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৫৪ জন।
গত সপ্তাহে রাশিয়াকে টপকে বিশ্বে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ দেশ হিসেবে নাম লেখায় ব্রাজিল। অথচ দেশটিতে সংক্রমণ শুরু হয়েছিল অনেক পরে।
এমআর/প্রিন্স