রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
ছাত্রজনতার দখলে রাজপথ, শ্রীমঙ্গলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ৩ হাসপাতালে চিকিৎসার জন্য এসে আবারো হামলার শিকার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার কেশবপুরের টিটাবাজিতপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অসুস্থ মাহমুদুর রহমান মান্না বিএসএমএমইউতে ভর্তি “বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান” নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে: আবদুল হালিম জলঢাকায় ভোট চোর চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পিরা

“বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান”

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

মিথ্যা মামলা দিয়ে যারা বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণকে হয়রানি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ দাবি জানান। উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা এখন সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করছে তারা কখনও এই দলের নেতাকর্মী হতে পারে না। যে কোনো অপরাধের সঙ্গে জড়িতদের ঐক্যবদ্ধভাবে রুখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে যেসব মামলা করা হয়েছে এর সুষ্ঠু তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান বিএনপির এই নেতা। দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহেদ বিন বকুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু প্রমুখ। আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খ- খ- মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com