রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

দেশপ্রেমিক পেশাজীবীরা ভবিষ্যতে সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে অবদান রাখতে এগিয়ে এসেছেন

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
সিসিডি’র জাতিগঠনের পথরেখা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা

সিসিডি’র জাতিগঠনের পথরেখা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা

সিসিডি’র জাতিগঠনের পথরেখা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, একদলে দেশপ্রেমিক পেশাজীবী ভবিষ্যতে সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে অবদান রাখতে এগিয়ে এসেছেন। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ২৬ অক্টোবর ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও উন্নত জাতিগঠনের পথরেখা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছে নতুন সিভিল সোসাইটি প্লাটফর্ম ‘সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়লগ (সিসিডি)’। নবগঠিত থিঙ্ক ট্যাঙ্কটি আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন, মূখ্য আলোচক ছিলেন শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ। সভাপতিত্ব করেন সিসিডি’র ফাউন্ডার-প্রেসিডেন্ট ড. এম আবদুল আজিজ ।
প্যানেলিস্ট হিসেবে ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও কলামিস্ট অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, সাংবাদিক ও কবি আবদুল হাই শিকদার, লেফট্যানেন্ট কর্নেল (অব.) জোবায়ের উল্লাহ, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. আফরোজা বুলবুল আফরিন, একতার বাংলাদেশ এর সদস্য সচিব তাহমিদ আল মুদাসসির।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, কথাশিল্পী ও প্রাবন্ধিক কবি জাকির আবু জাফর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল, শিক্ষাবিদ ড. মোশাররফ হোসেন মাসুদ, ধূমপান ও মাদক বিরোধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলিউল আজিম রাজু, লেখক ও গবেষক আনিসুর রহমান এরশাদ, স্টাডি সলিউশন্স লিমিটেড এর চেয়ারম্যান ব্যারিস্টার এরশাদ আহমেদ নিশান, বিশিষ্ট কলামিস্ট ও ব্যাংকার নূরে আলম সিদ্দিকী, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড ডেকেয়ার সেন্টার পরিচালক ইসরাত জাহান, এসএমইউসিটি’র ড. খান শরিফুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. বোরহান উদ্দিন, ড. ইবরাহীম খলীল আনওয়ারী ও ড. সৈয়দ শহীদ আহমদ ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ (সিসিডি) একটি স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক, সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম। একদল শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, যুবশক্তি ও দেশপ্রেমিক পেশাজীবীরা সিসিডি প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন। ভবিষ্যতে সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে অবদান রাখতে সিসিডি’র ফোকাস ক্ষেত্রগুলো হলো – ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, উন্নয়ননীতি ও গণমাধ্যম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com