শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

কুলিয়ারচরে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

কুলিয়ারচর, কিশোরগঞ্জ, প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় খাদ্য অধিদপ্তরের পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কর্মহীন ও শ্রমজীবি নি¤œ আয়ের মানুষদের জন্য ১০ টাকা কেজি দরে ওএমএস’র চাল বিক্রি শুরু হয়েছে ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কুলিয়ারচর পৌরসভার বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে ডিলার মোঃ আলাল উদ্দিন ওএমএ’র চাল বিক্রির কার্যক্রম শুভ উদ্বোধন করেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরমেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স উপস্থিত ছিলেন ।
এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানা সুলতানা, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার চৌধুরী (ট্যাগ অফিসার) উপস্থিত ছিলেন ।
খাদ্য নিয়ন্ত্রক শাহানা জানান, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গরীব, দিনমজুর ও অসহায়দের মধ্যে এ চাল বিক্রি হবে । জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন মানুষ একবারে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন । সপ্তাহে তিন দিন রবিবার,মঙ্গলবার ও বৃহস্পতিবার (৩ টন) চাল বিক্রির কার্যক্রম খোলা থাকবে ।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com