শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

বরিশালে যুবককে কুপিয়ে আহত

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

বরিশালের প্রাণকেন্দ্র সদররোডে প্রকাশ্য দিবালোকে আনিসুর রহমান পনু নামের এক চা ব্যবসায়ী যুবককে ধারালো অস্ত্রধারা কুপিয়ে আহত করা হয়েছে। আহতকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। মেডিকেলের চিকিৎসা সনদের অভাবে থানায় মামলা গ্রহন করেনি বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া বারটার দিকে সাংবাদিক মাইনুল হাসান সড়ক (আগুরপুর রোডে) এ হামলার ঘটনা ঘটে।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শিরা বলেন, ঝালকাঠী জেলা পরিষদ সদস্য ও বরিশাল জেলা মহিলা যুবলীগ সাধারন সম্পাদিকা শারমিন জাহান কেকার ইয়াবা আসক্ত স্বামী লিটু মহিলা কলেজ এলাকা থেকে আসার পথে আগুরপুর সড়কে প্রবেশ পথের মুখে কোন কারন ছাড়াই লিটুর হাতে থাকা ধারালো অস্ত্র দিকে আগুরপুর সড়কের বাসিন্দা ও স্থানীয় চা ব্যবসায়ী আনিসুর রহমান পনুকে মাথায় কুপিয়ে আহত করে।

ঘটনার পরপরই ওসি (তদন্ত) এম আর মুকুল ঘটনাস্থলে কয়েকজন পুলিশ পাঠালেও তারা হামলাকারীর বাসায় না প্রবেশ করে বাসার গলির মুখ থেকে ফিরে চলে যায় বলে আহত পনুর পরিবার থেকে অভিযোগ করেন।

পরবর্তীতে আহত পনু কোতয়ালী মডেল থানায় অভিযোগ নিয়ে গেলে তাকে চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম, পুলিশ কমিশনারের সাথে বৈঠকে থাকার কারনে কথা বলা সম্ভব হয়নি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com