নোয়াখালীর সেনবাগে করোনা ভাইরাসের দুর্যোগ মুহুর্তে ১ হাজার কর্মহীন দুস্থ্য পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন “বীর বিক্রম” শহীদ তরীক উল্লাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিকের গ্রামের বাড়িতে তার শায়েস্তানগরস্থ বাস ভবনের সামনে এসব ত্রাণ সমাগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজী চাউল, ২ কেজী আলু, ১ কেজী ছোলার ডাল, ১ লিটার সয়াবিন তেল ।
এসময় উপস্থিত ছিলেন-কাবিলপুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীরীগ সভাপতি আমজাদ হোসেন মানিক, সেক্রেটারী আবু তাহের, যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশর মহা সচিব বেলাল হোসাইন ফতেহ্পুরী, সমাজসেবক মাষ্ঠার জাকের হোসেন, সেনবাগ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ফয়সল প্রমুখ।
বিশিষ্ট দানবীর, মেঘনা ব্যাংকের পরিচালক, লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সানজি গ্রুপের এমডি লায়ন জাহাঙ্গীর আলম মানিক জানান – করোনার কারণে যত দিন লকডাউন থাকবে ততদিন দিন তিনি অসহায়দের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করে যাবেন।
ই-খ/খবরপত্র