বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

গাজীপুরে ফোমের কারখানার আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ জুলাই, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয় বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক একটি কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করেছে। প্রাথমিক তথ্যে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। ছবি: মাসুদ রানাজয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানাটিতে ফোম ও সিনথেটিক কাপড় তৈরি করা হয়। কারখানা ও গুদাম টিনশেডের।

কারখানাটিতে ফোম ও সিনথেটিক কাপড় তৈরি করা হয়। ছবি: মাসুদ রানাজয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, টঙ্গীর বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক ফাইবারের বেড (ফোম) ও সিনথেটিক কাপড় তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আগুন নেভাতে অনেক সময় লাগতে পারে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com