সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ছাত্রজনতার দখলে রাজপথ, শ্রীমঙ্গলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ৩ হাসপাতালে চিকিৎসার জন্য এসে আবারো হামলার শিকার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার কেশবপুরের টিটাবাজিতপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অসুস্থ মাহমুদুর রহমান মান্না বিএসএমএমইউতে ভর্তি “বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান” নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে: আবদুল হালিম জলঢাকায় ভোট চোর চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পিরা

প্রাথমিকভাবে সুবিধা পাবে ১৪ লাখ শিক্ষার্থী

এম.আইউব যশোর:
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
অনলাইন কার্যক্রম পরিচালনা করছেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমীর হোসেন

যশোর শিক্ষাবোর্ডের সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে না
যশোর শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের সার্টিফিকেট, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন কার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নষ্ট হওয়ার আশঙ্কা কেটে যাচ্ছে। প্রাথমিকভাবে ১৪ লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসছে। অনলাইন স্টুডেন্ট প্রোফাইল নামে নতুন একটি সফটওয়্যার তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের এই সুবিধা দিচ্ছে যশোর শিক্ষাবোর্ড। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সকল তথ্য এই সফটওয়্যারে আপলোড করা হবে। গত ১৮ জুলাই অনলাইন স্টুডেন্ট প্রোফাইলের যাত্রা শুরু হয়েছে। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রোফাইলটির দুইটি দিক রয়েছে। একদিকে বোর্ড থেকে শিক্ষার্থীর সকল অর্জন, যেমন : সকল নিবন্ধন কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, রেজাল্ট, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদ পিডিএফ আকারে স্বয়ংক্রিয়ভাবে স্ব স্ব শিক্ষার্থীর আইডির বিপরীতে আপলোড করা হবে; যা শিক্ষার্থীরা সারাজীবন ব্যবহার করতে পারবে। সনদ হারানোর কোনো ভয় থাকবে না, বহনের কোনো ঝুঁকি থাকবে না, প্রয়োজন হবে না শ্রমেরও। যেকোনো সময় আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে প্রিন্ট করতে পারবে। উচ্চশিক্ষা বা চাকরির আবেদন অনলাইনে করার ক্ষেত্রে আবেদন ফরমের সাথে লিংক দিলেই প্রয়োজনীয় তথ্য দ্বারা আবেদন ফরম স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। এ ছাড়াও পার্সোনাল ইনফরমেশনে শিক্ষার্থীর ব্যক্তিগত কোনো অর্জন তার অপশনে আপলোড করতে পারবে। স্কুলের সকল তথ্য, যেমন : ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় প্রাইমারি সনদ, জন্মসনদ, টিকা কার্ড (যদি থাকে), বাবা-মার এনআইডি, প্রতিবছরের ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, সহপাঠ কার্যক্রমের বিবরণ, কৃতিত্বপূর্ণ কাজ, সমাজসেবামূলক কাজ প্রভৃতির বিবরণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিয়ত আপলোড করতে পারবে। প্রতি দুই-তিন বছর অন্তর সদ্য তোলা ছবি আপলোড করবে শিক্ষাপ্রতিষ্ঠান। পুরাতন ছবিও সংরক্ষিত থাকবে এই সফটওয়্যারে। ফলে, প্রবীণ বয়সেও তার সারাজীবনের তথ্য, ছবি প্রভৃতি শিক্ষার্থী অনলাইন থেকে পাবে এবং যখন ইচ্ছা তখনই ওপেন করে দেখতে পারবে, দেখাতে পারবে। সহপাঠী বন্ধুরা কে কোথায় কেমন আছে তার নাম বা আইডি দিয়ে সার্চ করে পাওয়া যাবে। পরস্পরের সাথে আলাপ করতে পারবে, তথ্য বা ডকুমেন্টস আদান প্রদান করতে পারবে একে অপরে। বোর্ডও যেকোনো সময় সার্চ করে যেকোনো শিক্ষার্থীর বর্তমান অবস্থান জানতে পারবে। এই অনলাইনেই তাকে আমন্ত্রণপত্র বা জরুরি কোনো পত্র, অভিনন্দন কার্ড প্রভৃতি পাঠাতে পারবে বোর্ড। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয়ে সহজে জরিপ করা যাবে। শিক্ষার্থী বোর্ড ও মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই প্রোফাইল থেকেই সার্চ করতে পারবে। বোর্ডে নাম,বয়স সংশোধনসহ যেকোনো প্রয়োজনে আবেদন এই অপশন থেকেই করতে পারবে শিক্ষার্থী। এটি হবে শিক্ষার্থীদের জন্যে একটি সুপার বায়োডাটা। আর যশোর শিক্ষাবোর্ডের জন্যে হবে একটি অনলাইন তথ্য ভান্ডার। শিক্ষার্থীরা সারাজীবন বোর্ডের তত্ত্বাবধানে যুক্ত থাকবে। প্রফেসর ডক্টর মোল্লা আমীর হোসেন চেয়ারম্যান হিসেবে যশোর বোর্ডে যোগদান করেই অনলাইন স্টুডেন্ট প্রোফাইলের ধারণাটির উদ্ভাবন করেন এবং বাস্তবায়নের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমীর হোসেন জানান, প্রতিটি প্রতিষ্ঠানকে তথ্য আপলোড করতে নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত চলছে আপলোডের কাজও। সফটওয়্যারটি তৈরি করেছেন যশোর শিক্ষাবোর্ডের সহকারী প্রোগ্রামার মুরাদ হোসেন। তদারক করেন কলেজ পরিদর্শক কে এম রব্বানী ও উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com