বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বসতবাড়ির রাস্তার দেয়াল ভাঙচুর

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে বসতবাড়ির রাস্তার দেয়াল ভাংচুর করা হয়েছে। জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর-শাহপুর গ্রামে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পূর্ববিরোধের জের ধরে নুর মিয়ার বসতবাড়ির রাস্তার দেয়াল ও গেইট প্রতিপক্ষের হরুফ মিয়া ও পাকি মিয়ার লোকজন জোরপূর্বক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে থানার ওসি তদন্ত জয়নাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির মালিক নুর মিয়ার পক্ষের লোকজন জানান, হবিবপুর- শাহপুর গ্রামের প্রতিপক্ষের হরুফ মিয়া ও পাকি মিয়ার লোকজন পূর্ব বিরোধের জের ধরে সকাল ১১টার দিকে বাড়ির গেইট ও রাস্তার দেয়াল জোরপূর্বক ভাঙচুর করেছে। জানা গেছে, এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামল চলছে। নুর মিয়ার লোকজন সুনামগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন নুর মিয়ার বসতবাড়ির রাস্তার গেইট ও দেয়াল ভাংচুর করে। এদিকে হরুফ মিয়া ও পাকি মিয়ার লোকজন জানান, আমাদের জায়গার দেয়াল আমরা ভেঙে দিয়েছি। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com