বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

সামাজিক সংগঠনের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার সাথে অতিথি ওসি ও এসিল্যান্ড!

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সামাজিক সংগঠনের ব্যানারে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার নাম ব্যানারে থাকার পরও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরের শাদীমহল কমিউনিটি সেন্টারে রক্তদান সমাজকল্যাণ সংস্থা নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্টের মাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন। ফেসবুকে বাবুল আহমদ নামে একজন লেখেন, একটি ব্যানারে দেখলাম অতিথি হিসেবে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনের নাম। আবার তিনি অতিথি হিসেবে বক্তব্যও প্রদান করেছেন। একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্য। এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সমর্থিত উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। যিনি ফেসবুকে গ্রেফতারকৃত ইসকন নেতাকে নির্দোষ দাবি করে নিঃশর্ত মুক্তির দাবিতে উস্কানীমূলক পোস্ট দেন। অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের ১৬ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি স্বাক্ষরিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ- সভাপতি হিসেবে মোঃ ইমরান হোসেন এর নামও। এসব বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ব্যানারে সরাসরি ছাত্রলীগের কোনো নাম ছিলো না। তবে ছাত্রলীগের কেউ উপস্থিত থেকে বক্তব্য দিলেও সে বিষয়ে আমি কিছু জানি না। তবে অনুষ্ঠানে তো এসিল্যান্ড সাহেবসহ অনেকেই ছিলেন। শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, মূলত ওই অনুষ্ঠানটি ছিলো একটি সামাজিক সংগঠনের। আমি অতিথি ছিলাম না, এখানে প্রধান অতিথি হিসেবে ইউএনও স্যারের নাম ছিল। স্যার যেতে পারেননি, আমাকে পাঠিয়েছিলেন। ব্যানারে ছাত্রলীগের কারো নাম বা কেউ বক্তব্য দিয়েছে বলে আমার জানা ছিল না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com