শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ৯জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে জাজিরা পৌর এলাকায় ১ জন, জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নে ১জন, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে ১জন, সদর হাসপাতালের নার্স ২জন ও ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নে ৪জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখা ১৩৬ জন। এরমধ্যে ৪জন মারাগেছে। ৬২ জনকে সুস্থ্য ঘোষনা করা হয়েছে। ১জন হাসপাতালের সন্দেহভাজন রোগী আইসোলেশনে আছে। বাকিদেরকে তাদের নিজ বাড়িতে হোমআইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা সবাই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে বাড়ি এসেছে বা ঢাকা ভ্রমনের ইতিহাস রয়েছে কারো কারো। এদের কারো উপসর্গ নেই।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের এমওডিসি ডাঃ আবদুর রশিদ বলেন, ২৪ ঘন্টায় আরো ৯ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।এদের প্রত্যেককে নিবিড় পর্যবেক্ষনে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে। ১ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে সদও হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
এমএস/প্রিন্স/খবরপত্র