শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। সংগঠনটির উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি আব্দুর রব শোভন (তমাল) সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদের পরিচালনায় এবং মো. হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচিতে সংগঠনের সদস্যদের মাধ্যমে পাঁচ শতাধিক বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।