দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে আসছেন। এই সফরের অংশ হিসেবে তিঁনি তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করতে আগামী ১২ জানুয়ারি দিনাজপুরে আগমন করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই সফরকে ঘিরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় চলছে জোর প্রস্তুতি। পাশাপাশি দিনাজপুর সদর-৩ আসনেও নেওয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের নিজ বাড়িতে এসব তথ্য জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিঁনি বলেন, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ জানুয়ারি উত্তরবঙ্গে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ডা. জাহিদ আরও জানান, সফরের শুরুতে তারেক রহমান রংপুরে জুলাই আন্দোলনের শহিদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি নবাবগঞ্জ ও বিরামপুর হয়ে দিনাজপুরে প্রবেশ করবেন এবং তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। তিনি বলেন, এই সফর ঘিরে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলাসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা প্রিয় নেতাকে একনজর দেখতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। ডা. জাহিদ হোসেন আরও বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং উত্তরবঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। এছাড়াও তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ব্যানার, ফেস্টুন, দলীয় কর্মসূচি ও সমাবেশ প্রস্তুতির কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিঁনি।