মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গতকাল বয়ে গেছে শৈত্যপ্রবাহ, সাথে যুক্ত ছিল ঘনকুয়াশা ও হিমেল বাতাস। এই প্রতিকূল আবহাওয়ার কারণে শ্রীমঙ্গল উপজেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। তীব্র শীতের প্রকোপের মধ্যে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছর শ্রীমঙ্গল উপজেলায়। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, গতকাল সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি সারাদেশের মধ্যে গতকাল সর্বনিম্ন এবং চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত বুধবার শ্রীমঙ্গলে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতিতে সূর্যের দেখা না মেলায় হাড়কাঁপানো ঠান্ডার তীব্রতা বহুগুণ বেড়েছে। শীতের এই ভয়াবহ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তীব্র ঠান্ডার কারণে ভোরবেলা কাজের সন্ধানে বের হওয়া কঠিন হয়ে পড়ায় অনেক দিনমজুর ও রিকশাচালকের আয় মারাত্মকভাবে কমে গেছে। শহরের মোড়ে মোড়ে এবং গ্রামীণ জনপদে অসহায় মানুষদের খড়কুটো ও টায়ার জ্বালিয়ে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যাচ্ছে। হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ নানা ধরণের ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনরা। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান জানান, ‘টানা দুই সপ্তাহ ধরে এ অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গতকাল সকালে ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনি¤œ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের প্রবাহ অব্যাহত থাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা বেড়েছে।’ স্থানীয়রা জানায়, ‘বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র প্রয়োজন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ইতোমধ্যে উপজেলায় ১ হাজার ৯৬৯ টি কম্বল বিতরণ করা হয়েছে। আরো চাহিদা মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নের গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।