শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি, জনজীবন বিপর্যস্ত লোহাগাড়ায় আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে মাঠে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা মাসুম মৃধা অস্ত্রসহ গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে উচ্ছেদ অভিযান প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার নগরকান্দায় গণভোট নির্বাচনে সচেতনতা বৃদ্ধির লক্ষে গাড়ী নিয়ে প্রচারণা বালিয়াকান্দিতে ঘাস চুরির অপবাদ দিয়ে শিশুকে নির্যাতন, থানা- ইউএনওর কাছে লিখিত অভিযোগ চিতলমারীতে পতিত সরকারের আমলে বদলী হয়ে আসা উপজেলা কৃষি কর্মকর্তার সার বরাদ্দে বৈষম্যের অভিযোগ নানা-নানি ও খালার কবর জিয়ারত করতে দিনাজপুরে আসছেন তারেক রহমান, চলছে ব্যাপক প্রস্তুতি রায়গঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ লোকালয়ে মিলল ১০ ফুটের অজগার আতঙ্ক ছাপিয়ে প্রকৃতিতে ফেরার স্বস্তি

বালিয়াকান্দিতে ঘাস চুরির অপবাদ দিয়ে শিশুকে নির্যাতন, থানা- ইউএনওর কাছে লিখিত অভিযোগ

জাকির হোসেন (বালিয়াকান্দি) রাজবাড়ী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

রাজবাড়ীর বালিযাকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদী গ্রামে ঘাস কেটে চুরির অভিযোগ তুলে ৯ বছরের শিশু আফিফ সেখকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে একই গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে সুমন সেখের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা মো: আজাদ সেখ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতিত শিশু আফিফ আড়কান্দি ড্যাফোডিল কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার সন্ধ্যার আগে আফিফ তার বাড়ি সংলগ্ন একটি কৃষি জমিতে গেলে অভিযুক্ত সুমন তার বিরুদ্ধে ঘাস কাটার মিথ্যা অপবাদ দিয়ে তাকে গালিগালাজ ও মারধর করে। এতে তার বাম চোখে রক্ত জমাট বেধ যায়। সুমনের সাথে তার সহযোগি হিসেবে অভিযোগের দুই নং অভিযুক্ত ইয়ামিন তাকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। আফিফের চিৎকারে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ছুটে এসে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযুক্ত সুমন জানান, তার ক্ষেত থেকে প্রতিদিন কে বা কারা ঘাস কেটে চুরি করে নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় সে ঘাস ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকে। এক পর্যায়ে সে দেখে আফিফ ঘাস কেটে নিয়ে যাচ্ছে। তখন সে তাকে হাতে নাতে ধরে। তবে সে তাকে একটি থাপ্পড় দিয়েছেন বলে স্বীকার করেন। আর আফিফের চোখের আঘাতটি ধস্তাধস্তি করার সময় অসাবধানতাবশত লাগতে পারে বলে জানান। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় তিনি একটি অভিযোগ পেয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। বালিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুর রব তালুকদার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com