আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এক্ষেত্রে মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এরই লক্ষ্যে ৮ জানুয়ারি (বৃহস্প্রতিবার) সকালে আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ। পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন, আচরণ বিধি প্রতিপালনের ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিলসহ বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সংস্কার ও মেরামত, কেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদারকরণ ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন ও কার্যকর নজরদারি ব্যবস্থা, পর্যাপ্ত আলো, বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ সুবিধা নিশ্চিত করা,ভোটার প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা ও সুশৃঙ্খল পথ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ভোটারদের নিরাপত্তা ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা করা যাবেনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আরও বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছি। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেছি। যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।