মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
এবার ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন ধনবাড়ী জমিদার বাড়ি লামায় গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা হিলিতে যৌন নিপীড়নকারী প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মিরসরাইয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন তারাকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সদরপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা কেসিসি প্রশাসকের নগরীর ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শ্যামনগরের ভূরুলিয়ায় বিএনপির ইফতার মাহফিল ভালুকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

কাপাসিয়া উপজেলা বিএনপির প্রবীণ নেতা ইউনুছ আলী চেয়ারম্যানের জানাজায় মুসল্লিদের ঢল : বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার শোক

জাকির হোসেন কামাল কাপাসিয়া (গাজীপুর) :
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির প্রবীণ নেতা দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ইউনুছ মার্কেটের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোঃ ইউনুছ আলী মোল্লা(৭২) ডায়াবেটিকজনিত রোগে ভোগে শুক্রবার সকালে ফুলবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। বাদ আছর ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কাপাসিয়া উপজেলা বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, জেলা বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ অ্যাড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাবেক সচিব নুরুজ্জামান, উপ-সচিব সামসুল আলম, কাপাসিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত জানাজা নামাজে শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দ জানাজায় শরিক হয়েছেন। বিএনপি নেতা শহীদুল্লাহ’র পরিচালনায় জানাজা নামাজ পড়ান স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব। এর আগে উপস্থিত মুসল্লিদের কাছে মরহুমের একমাত্র পুত্র আওলাদ হোসেন দোয়া প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদল নেতৃবৃন্দ মরহুমের কবরে পুস্পস্তবক অপর্ণ করেন। মরহুম আলহাজ¦ ইউনুছ আলী মোল্লা আজীবন যথেষ্ট ন্যায়-নীতি ও সুনামের সাথে জীবন যাপন করেছেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে প্রথমে নির্বাচিত মেম্বার এবং পরে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত এলাকার বিভিন্ন স্কুল ও ধর্মিয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে কাজ করেছেন। জনকল্যাণমূলক কাজে সুনাম বজায় রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকলেও দল-মত নির্বিশেষে এলাকার সকলের সাথে বন্ধুত্বসুলভ আচরন করতেন। শিক্ষানুরাগী সদা হাস্যোজ্জল ইউনুছ আলীর এলাকায় দানবীর হিসাবে সুখ্যাতি রয়েছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে অনেকেই ছুটে এসেছেন এবং জানাজায় শরিক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কান্নায় ভেঙ্গে পড়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com